-
- জাতীয়
- ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১
- আপডেট টাইম : July, 31, 2020, 10:22 am
- 361 বার
সিলেট প্রতিনিধি::ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলোনা সজল দাশের পরিবারের ৫ সদস্যের। মৌলভীবাজার থেকে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারলেন পরিবারের চারজন ও চালকসহ ৫ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন পরিবারের আরও ১জন।
মৌলভীবাজারে বেসরকারি চাকরি করতেন সজল কুমার দাশ। ঈদের ছুটিতে প্রাইভেট কার নিয়ে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামের চর যাচ্ছিলেন তিনি।
সকাল সতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের তাজপুর বাজারের কাছে চানপুর এলে তাদের প্রাইভেট কারটির সাথে সিলেট থেকে কুমিল্লাগামী দ্রুতগতির বাসের সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারটি দুমরে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সজল কুমার দাস, তার স্ত্রী – দুই জমজ সন্তান ও চালক।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেট কার থেকে তাদের উদ্ধার করেন।
এগারোটার দিকে মরদেহ গুলি আনা হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনরা সেখানে ছুটে আসেন।
আহত সজল কুমার দাশের অপর সন্তানকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশ আটক করলেও পালিয়ে গেছে তার চালক ও হেল্পার।
ফায়ার ব্রিগেড সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার ও আহতকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply