ডেস্ক রিপোর্ট ::
সিলেট সিটি করপোরেশনের সাবেক দুইবারের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনে নির্বাচনে অংশ নিতে সম্মতি জানিয়েছেন। বুধবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান বাসভবনে চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে তিনি এই সিদ্ধান্ত নেন।
আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে রাজি হয়েছি। দলের প্রয়োজনে সবসময়ই আমি দায়িত্ব পালন করে এসেছি, এবারও করবো।”
এর আগে ৪ নভেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি তলবে তিনি ঢাকায় যান। সেখানে কয়েক দফা বৈঠকের পর আজ রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের সরাসরি আহ্বানে তিনি নির্বাচনে অংশগ্রহণে সম্মতি দেন।
Leave a Reply