হবিগঞ্জ প্রতিনিধি ॥ সুদের টাকা পরিশোধ না করায় ক্ষিপ্ত হয়ে বানিয়াচং উপজেলার নোয়াপাতারিয়া গ্রামের সাজেল মিয়া ওরফে সাজনকে নির্মমভাবে পিঠিয়ে হত্যা করেছে ঘাতক। বুধবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্তি পুলিশ সুপার হবিগঞ্জ সদর (সার্কেল) মোঃ রবিউল ইসলাম। তিনি বলেন- ২০১৮ সালের ১৮ আগস্ট রাতে বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের মিজানুর রহমান ওরফে মিজান, নোয়াপাতারিয়া গ্রামের সাদ্দাম হোসেন, টলিয়া গ্রামের রুস্তম আলী, আলম বাজারের তাজ উদ্দিন ও মহিন উদ্দিনের টমটম গ্যারেজ থেকে সাজেন মিয়া ওরফে সাজনকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে বিদ্যুতস্পৃষ্ট হয়েছে মর্মে ভর্তি করায়। এ সময় কর্মরত চিকিৎসক সাজন মিয়াকে দেখে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্টে সাজন মিয়া মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত জনিত কারণে মৃত্যু হয়েছে জানান চিকিৎসক। এ প্রেক্ষিতে ভিত্তিতে নিহত সাজন মিয়ার মা বাদী হয়ে ২০১৮ সালের ২৩ নভেম্বর এজাহারনামীয় ৫ জনসহ আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাস মামলার আসামী মহিন উদ্দিন ওরফে মহিউদ্দিন ও তারেককে গ্রেফতার করেন। এ সময় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সুকৌশলে সাজন মিয়া হত্যাকান্ডের ঘটনা এড়িয়ে যান। এদিকে মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর (সার্কেল) মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে মামলার অন্যতম আসামী বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামের টমটম চালক মিজানুর রহমান মিজানকে পুলিশ গ্রেফতার করে। এসময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সাজন মিয়া হত্যা মামলার আসামী তাজ উদ্দিন ও মহিন উদ্দিন ওরফে মহিউদ্দিন তার পরিচিত। এক সময় তাদের গ্যারেজে সে থাকতো। তাজ উদ্দিন ও মহিন উদ্দিন ওরফে মহিউদ্দিন উভয়ই সুদে টাকা লগ্নি ব্যবসায়ী। নিহত সাজন মিয়া তাজ উদ্দিনের হাত থেকে ১০ হাজার টাকা সুদ নেয়। কিন্তু ওই টাকা সময় মত পরিশোধ না করায় তাজ উদ্দিনের সাথে সাজনের বিরোধ সৃষ্টি হয়। ২০১৮ সালের ১৮ আগস্ট রাত ৯টার দিকে সাজন মিয়া মহিন উদ্দিনের গ্যারেজের ঘাতকরা কিল, ঘুষি ও পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী মারপিট করে হত্যা করে। গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজান গতকাল ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, ওসি তদন্ত জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাস।
সটঃ মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জ সদর (সার্কেল)।
Leave a Reply