-
- জাতীয়
- সুনামগঞ্জের ছাতকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট টাইম : August, 20, 2020, 11:53 am
- 307 বার
সুনামগঞ্জ প্রতিনিধিঃছাতকে রোকসানা বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রোকসানা উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কঠালপুর গ্রামের আব্দুল খালিকের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে রোকসানাসহ পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে রোকসানাকে বিচানায় দেখতে না পেয়ে খোঁজতে বের হয়। এক পর্যায়ে পাশের একটি পরিত্যক্ত কক্ষে তীরের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রোকসানা দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। ছাতক থানার উপ-পরিদর্শক মো. ইয়াছিন মুন্সি জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধরানা করা হচ্ছে। কিশোরী আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply