সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মোঃ জয়নাল আবেদীন(৫০)। সে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোঃ মুসলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের দোকান কর্মচারীসহ সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জাহাঙ্গীর নগর ্ইউনিয়নের একই গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া(২৬),মোঃ ফেরদৌস মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া(১৭),একই গ্রামের ডাঃ মোতালিব এর ছেলে শাহিন শাহ(৪০) ও নিহতের কর্মচারী জেলার জগন্নাথপুর উপজেলার মোঃ রবি মিয়া(২৫)। আজ মঙ্গলবার ভোররাতে দুবৃর্ত্তরা এই হত্যাকান্ডটি সংঘটিত করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাত সাড়ে ১১টায় নিহত জয়নাল আবেদীন তার গ্রামের পাশে নিজ দোকানে ঘরের জন্য প্রয়োজনীয় পন্য নিতে আসলেও সে রাতে আর বাড়ি ফিরে যায়নি। দুবৃর্ত্তরা রাতে মাদক সেবক করে তাকে নিজ দোকানের সামনে থেকে তুলে নিয়ে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোলাইপাড় ত্রিমুখী রাস্তার পাশে নিয়ে দাড়াঁলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে যায়।
আজ মঙ্গলবার ভোরে ধোলাইপাড় ত্রিমুখী রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হায়াতুনবী ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহীদুল্লাহ’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং স্বজনসহ স্থানীয় লোকজনের সাথে কথা বলেন এবং আলামত সংগ্রহ করেন্ ।
পরিবারের সদস্যদের অভিযোগ সম্প্রতি উপজেলা নির্বাচন পরবর্তী আটককৃতদের সাথে রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে তাদের ধারনা । তারা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এই ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে ।
Leave a Reply