সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জে ব্জ্রপাতে তকবির হোসেন(১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে ৪ জুন বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মিলনগঞ্জ বাজারে। নিহত তকবির হোসেন দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রমের খালেক মিয়ার পুত্র।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ১১ টার সময় কিশোর তকবির হোসেন মাছ ধরাতে মিলনগঞ্জ বাজারের পাশে হাওরে যায়। এসময় হঠাৎ তার উপর বজ্রপাত ঘটলে সে আহত হয়।পরে স্থানীয়রা আহতাবস্থায় তকবির হোসেনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply