সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন শংকর সরকার (২৮) নামে এক কৃষক।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভান্ডারবিল হাওরে এই ঘটনা ঘটে।
নিহত শংকর উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে শংকর সরকার হাওরে ধান কাটতে যান।কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সকাল ১১টার দিকে বাড়ি যাওয়ার পথে বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। যদিও তাকে শাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ফাত্তাহ সাদী তাঁর মৃত্যু নিশ্চিত করেন।
Leave a Reply