সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে একটি বালু বোঝাই নৌকায় করে নিজ বাড়িতে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে গিয়ে দুই সহোদর শ্রমিক নিখোঁজ হলেও এক ভাই সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও এক ভাই নিখোঁজ হয়। পরে নিখোজ শ্রমিকের লাশ উদ্ধার করে একটি ডুবুরি দল।
আজ শনিবার বিকেলে সিলেট থেকে মোঃ শহীদুল ইাসলামের নেতৃত্বে একটি ডুবুরি দলে শনির হাওরে ৩/৪ ঘন্টা তল্লাশী চালিয়ে এই নিখোঁজ শ্রমিকের লাশটিকে উদ্ধার করা হয়। নিহতের নাম মোঃ শেখ ইয়াহিয়া(২৮)। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শেখ শাহাজাদার ছেলে। অপর জীবিত সহোদর হলেন শেখ এবারত মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শ্রমিকরা আনোয়ারপুর বালু বোঝাই নৌকায় করে নিজ গ্রাম শাহপুরে যাওয়ার শনির হাওরে আসা মাত্র ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে গিয়ে সে পানিরতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার তিনদিনের মাথায় অনেক চেষ্টা করে ডুবুরি দল শনির হাওর থেকে তার লাশ উদ্ধার করে। তবে হাওরে পানি বেশী থাকার কারণে উদ্ধার কাজ বিলম্বিত হয়।
এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply