সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে খেলাফত মজলিশের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের উকিলপাড়া এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিশের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাও. মজদুদ্দিন আহমদ।
পৌর খেলাফত মজলিশের সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিশের সভাপতি মাও. ইমাম উদ্দিন, সিলেট বিভাগীয় সহকারী তত্বাবধায়ক মো. আব্দুল করিম, জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন মোহন, মাও. ছদরুল আমিন, সাধারণ সম্পাদক মাও. খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও. আকিক হোসেন, মাও. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. আক্তার হোসেন, জেলা ইসলামী ছাত্র মজলিশের সভাপতি শাহ কামাল সাজু, পৌর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের উপজেলা প্রতিনিধি মাও. ফারুক আহমদ, মাও. আকিক হোসেন, মাও. হাবিবুর রহমান, মাও. সালেহ আহমদ প্রমুখ।
Leave a Reply