সংবাদদাতা::সুনামগঞ্জে পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় মদ ,গোলকাঠ ও গরু আটক করেছে (বিজিবি)। তবে ভারতীয় মালামালের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে বৃহস্পতিবার(৯ জানুয়ারী)ভোরে মাছিমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৭/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শরিফগঞ্জ নামক স্থান থেকে ৫৭ বোতল ভারতীয় মদ আটক করেছে।
অন্যদিকে মাঠগাঁও বিজিবির টহল দল সীমান্ত পিলার ১২২৫/১-এস এর নিকট হতে আনুমানিক ২০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের চৌকিরঘাট গ্রাম নামক স্থান হতে ৩৭ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করেছে।
এদিকে বনগাঁও বিজিবির টহল দল সীমান্তে মেইন পিলার ১২১৭ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের রংপুর নামক স্থান হতে ০৮টি ভারতীয় গরু আটক করেছে।
অন্যদিকে বোগলাবাজার বিজিবির টহল দল সীমান্তের পিলার ১২২৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান থেকে ০২টি ভারতীয় গরু আটক করে,
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গরু শুল্ক কার্যালয় এবং গোলকাঠ বনবিট কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে ।
Leave a Reply