সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের বিএনপি দলীয় চেয়ারম্যান আবু হেনা আজিজকে ধর্ষণের অভিযোগে দায়ের করা এক নারীর মামলায় গ্রেফতার হয়েছেন। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে সদর থানাপুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আজিজ স্ত্রী-সন্তানকে লন্ডন রেখে দেশে একা বসবাস করা অবস্থায় সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সাথে প্রেমের স¤পর্ক গড়ে তোলেন। রবিবার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এনে সদর থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে ওই মামলায় আজিজকে গ্রেফতার করে পুলিশ।সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply