সুনামগঞ্জ প্রতিনিধি:: তাহিরপুরে বর্বরতার শিকার সাত বছরের শিশু ইয়াহিন মিয়ার নির্যাতনকারী পিআইসির সভাপতি অদুদ মিয়াকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
খেলাঘর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, সহ-সভাপতি অ্যাড. অলক ঘোষ চৌধুরী, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, আমাদেও সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার প্রমুখ। মানবন্ধনে বক্তারা বলেন,‘ আজকের শিশুরাই আগামী দিনের সোনার বাংলা গড়বে। তারা একদিন উজ্জ্বল নক্ষত্র হবে।
কিন্তু কিছু অসৎ মানুষের দ্বারা শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। ফসল রক্ষা বাঁধের উপর উঠার দায়ে শিশু ইয়াহিনের উপর বর্বর নির্যাতনকারী পিআইসির সভাপতি অদুদ মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তির নিশ্চিত করতে হবে। অন্যতায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার বিকালে বাঁধে উঠার অপরাধে মাদ্রাসার শিক্ষার্থী ইয়াহিন মিয়া ডান হাতের চারটি আঙ্গুল কেটে দেয় বাঁধের পিআইসির সভাপতি অদুদ মিয়া। আহত শিশু ইয়াহিন মিয়ার চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
Leave a Reply