সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সজল ঘোষ (৩৮), যিনি অটোরিকশা চালাচ্ছিলেন। অন্য দুইজন হলেন বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের আঁখি রানী চৌধুরী (৩৬) এবং তার মেয়ে প্রথমা চৌধুরী (১৩)।

প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মা-মেয়ে দীর্ঘদিন ধরে শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে সহায়তা করেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা