-
- জাতীয়
- সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ইনাতগঞ্জে বাস খা*দে।। আহত ৭
- আপডেট টাইম : January, 25, 2025, 1:59 am
- 11 বার
ডেস্ক নিউজ : সুনামগঞ্জ-জগন্নাথপুর-ইনাতগঞ্জ-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে লাইন আউট হয়ে সড়কের বাইরে চলে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বান্দের বাজার সংলগ্ন এলাকায় বাসটি দুর্ঘটনায় কবলিত হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান জমিতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে চালক সড়কের দিক ঠিকভাবে দেখতে না পেরে নিয়ন্ত্রণ হারান।
দুর্ঘটনার খবর স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করলে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উদ্ধার কার্যক্রমে অংশ নেন এবং বাসের ভেতরে আটকে থাকা আহতদের দ্রুত বের করে আনেন। এসময় ঘটনাস্থলে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
উদ্ধার কাজে আসা স্থানীয় বাসিন্দারা জানান, কুয়াশা ও চালকের অসতর্কতাকে প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে। এ ধরনের সড়ক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে আরও সতর্কতা অবলম্বন ও ব্যবস্থা গ্রহণের ও আহ্বান জানান তারা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply