সুনামগঞ্জ প্রতিনিধি:;সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, সুনামগঞ্জের সাংবাদিকদের পাশে আমি আগেও ছিলাম এখনো আছি। শহরে যারা সাংবাদিকতা করেন তাদের অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। সাংবাদিকতা একটি মহৎ পেশা, তাদের কলমে সমাজের সামগ্রিক চিত্র ফোঁটে ওঠে। আমরা রাজনীতিবিদগণ সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এলাকার অনেক খবর পেয়ে থাকি।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত চা চক্রে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত চা-চক্রে তিনি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কল্যাণ তহবিলে জেলা পরিষদের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি করসহ সংগঠনের নেতবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply