সুনামগঞ্জ সরকারি এস.সি বালিকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি:-সুনামগঞ্জ সরকারি এস.সি বালিকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ে অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধনের আগে সুনামগঞ্জ সরকারি এস.সি বালিকার প্রধান শিক্ষক মোহাম্মদ মাশহুদ চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলি রানী ও শওকত আলীর যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি এস.সি বালিকার অসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা) অশিম চন্দ্র বর্মণ, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ( প্রভাতি) মফিজুর রহমান, সরকারী জুবলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহমুদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, শিশুদেরকে পড়ালেখার শুধু চাপ দিলে চলবে না তাদেরকে নিয়মিত খেলাধুলা ও করাতে হবে। বক্তারা আরো বলেন, শিশুরা যাতে কোন সময় কোন চাপে না থাকে সে দিকে নজর রাখার জন্য অভিবাকদের প্রতি আহবান জানান অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা