দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সুনামগঞ্জ-৫ আসনে বিভিন্ন দলের ৭জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামীলীগের ১জন, বিএনপির ২জন, জাতীয় পার্টির ১জন, খেলাফত মজলিসের ১জন, ইসলামী আন্দোলনের ১জন ও গণফোরামের ১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উৎসব মুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিএনপির প্রার্থী হিসাবে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান মনোনয়নপত্র জমা দেন। জাতীয় পার্টির মনোনয়ন জমা দেন জাতীয় যুব সংহতির কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা হুসাইন আল হারুন, খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম মহা সচিব মাওলানা শফিক উদ্দিন এবং গনফোরাম নেতা আইয়ূব করম আলী দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন।
Leave a Reply