নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর সুবর্ণচর উপজেলার তোতার বাজার এলাকায় সোনাপুর-হাতিয়া স্টিমার ঘাট সড়কে সেনা বাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। এতে ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম এবং হাসপাতালে চিকিৎসাধীন ফিরোজসহ তিন সেনা সদস্য নিহত হয়, আহত হয় আরো ৯ সদস্য। আজ (শুক্রবার) বিকাল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া তিনটার দিকে সেনা বাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং বেটেলিয়ানের একটি দল সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে তোতার বাজার এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সকল সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
চরজব্বার থানার ওসি মো. শাহেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ নামে আরো এক সদস্যের মৃত্যু হয়। এ ছাড়া আহত আরো ৯ সেনা সদস্যকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply