পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুকে নিয়ে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন তারা। স্বপ্ন ছিল আপনজনের মুখে সুখের আলো ছড়ানো। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ঘনিয়ে এলো অকাল মৃত্যু।
পারিবারিক সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের আব্দুল লতিফের ছেলে ফরাস উদ্দিন (৫০) প্রায় দেড়যুগ ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। ইতিমধ্যে তিনি কয়েকবার দেশে আসা-যাওয়া করেছেন। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সৌদি আরবের কাকিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম হোসেন জানান, পরিবারের সিদ্ধান্তে মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। দেশে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও স্বজনদের।
Leave a Reply