সোদি আরব ও দুবাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নবীগঞ্জ ও জগন্নাথপুরের দুই প্রবাসী

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ::সৌদি আরব ও দুবাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নবীগঞ্জ ও জগন্নাথপুরের দুই প্রবাসী। নিহতরা হলেন,নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের আব্দুল লতিফের ছেলে ফরাস উদ্দিন (৫০) ও জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পুরান আলাগদী গ্রামের জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে  দীপক চক্রবর্তী (৩০)।
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুকে নিয়ে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন তারা। স্বপ্ন ছিল আপনজনের মুখে সুখের আলো ছড়ানো। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ঘনিয়ে এলো অকাল মৃত্যু।
পারিবারিক সূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের আব্দুল লতিফের ছেলে ফরাস উদ্দিন (৫০) প্রায় দেড়যুগ ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। ইতিমধ্যে তিনি কয়েকবার দেশে আসা-যাওয়া করেছেন। সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সৌদি আরবের কাকিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত একটি মাইক্রোবাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম হোসেন জানান, পরিবারের সিদ্ধান্তে মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। দেশে রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও স্বজনদের।
এদিকে, ইনাতগঞ্জের পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পুরান আলাগদী গ্রামের দীপক চক্রবর্তী (৩০) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রায় ৪ বছর আগে তিনি জীবিকার টানে প্রবাসে যান। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই ইনাতগঞ্জ পূর্ববাজারের ব্যবসায়ী দিলীপ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান।
একই দিনে দুই প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়ায় নিমজ্জিত হয়েছে ইনাতগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের আশপাশের গ্রামগুলো। প্রিয়জন হারিয়ে পরিবারগুলো ও আত্মীয়স্বজনদের মধ্যে  চলছে আহাজারি আর নিস্তব্ধতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা