ডেস্ক নিউজ:: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখো গেলে ১৫ জুন শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
এদিকে সৌদি আরব ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর মিলেছে। সে হিসেবে এ দেশটিতেও শুক্রবার ঈদ উপযাপিত হওয়ার কথা।
পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদ উদযাপন করবেন শনিবার (১৬ জুন)।
Leave a Reply