ডেস্ক রিপোর্ট::স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে নদী পথে ইউরোপের দেশ গ্রীসে যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতাবশত স্পীডবোটের মেশিনে পড়ে গলা কর্তন হয়ে মৃত্যু হয়েছে নবীগঞ্জের বাপ্পু রায়(২২) নামে এক যুবকের। নিহত বাপ্পু রায়(২২) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ২মাস পূর্বে ভিসা নিয়ে ওমানে থাকা দুই ভাইয়ের কাছে পাড়ি জমায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসামত গ্রামের মৃত বন রায়ের পুত্র বাপ্পু রায়। ওমান থেকে জানুয়ারি মাসে দালালের মাধ্যমে গ্রীস যাওয়ার উদ্দেশ্যে ইরানে পৌঁছায় বাপ্পু রায়। ইরান থেকে ১০ জানুয়ারি বৃহস্পতিবার গ্রীস যাওয়ার উদ্দেশ্যে স্পীডবোটে উঠার সময় অসাবধানতা বশত বাপ্পু স্পীডবোটের মেশিনে পড়ে বাপ্পু রায়(২২) গলা কেটে মৃত্যু হয়। পরে ইরানের স্থানীয় পুলিশ বাপ্পুর রায়ের লাশ উদ্ধার করে।বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে লাশ রাখা হয়েছে।
মৃত্যুর খবর বাপ্পুর পরিবারের পৌঁছালে কান্নায় ভেঙ্গে পড়েন দেশে থাকা তার মা ভাইসহ আত্মীয়স্বজন। মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পু রায়ের চাচাতো ভাই রজত রায়।
Leave a Reply