-
- জাতীয়
- স্বপ্ন পূরণে সকলের কাছে দোয়া চাইলেন নাবিল মোহাম্মদ
- আপডেট টাইম : February, 1, 2022, 10:52 pm
- 209 বার
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার রায়নগর গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন সেলিমের ২য় ছেলে নাবিল মোহাম্মদ বাংলাদের স্কুল এন্ড কলেজ সুহার ব্রাঞ্চ থেকে এর এস লেভেল পরীক্ষায় গণিত১ম ১০০ মধ্যে৯৪, ২য় ১০০ মধ্যে ৮৭, মেকানিক্স ১০০ মধ্যে ৯০, পদার্থবিদ্যা১ম ১২০ মধ্যে ১২০,পদার্থবিদ্যা২য় ১২০ মধ্যে ১২০,পদার্থবিদ্যা ৩য় ৬০ মধ্যে ৬০ পেয়েছে। আমার শুভাকাঙ্ক্ষী সহ সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া প্রার্থনা করছি ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন সে জন্য তার মূল্য লক্ষ্য পৌছাতে পারে। শিক্ষার্থী নাবিল মোহাম্মদ জানায়, আমার অনেক স্বপ্ন আছে। সেই লক্ষ পূর্রণে আমি এগিয়ে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply