উত্তম কুমার পাল হিমেল::হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাত রাখতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক এবং উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে দলীয় প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজীর বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি সকল নেতাকর্মীকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি নবীগঞ্জ-বাহুবল আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজীর সমর্থনে নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে ওসমানী সড়কের ইব্রাহিম(আঃ)মসজিদ প্রাঙ্গনে এক বিশাল কর্মীসভায় উপরোক্ত কথা বলেন।
পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মোঃ মোজাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা সাবেক পৌর চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
এতে বক্তব্য রাখেন,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান,হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল ইসলাম,জেলা কৃষকলীগের সাবেক সভাপতি এডভোকেট সুমঙ্গল দাশ সুমন,জেলা তাতীলীগ সভাপতি মুদ্দত আলী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ,মুজিবুর রহমান কাজল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল,পৌরসভার প্যানেল মেয়র ১ আওয়ামীলীগ নেতা এটি এম সালাম,জেলা মৎসজীবিলীগ নেতা তাজুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,ছাত্রলীগ নেতা মহিনুর রহমান মহি,পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু মিয়া, শ্রমিকলীগ নেতা হাফিজুর রহমান মিলন,তাতীলীগ নেতা সমর গোপ প্রমূখ।
সভায় পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর কবির মিয়ার নেতৃত্বে অর্ধ শতাধিক লোকজন আওয়ামীলীগে যোগদান করেন। সভায় পৌর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,তাতীলীগ,শ্রমিকলীগসহ সহযোগী সকল সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply