জাবেদ তালুকদার ॥ “করোনাকালে নারী নেতৃত্বে গড়বে নতুন সমতার বিশ্ব” প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নবীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির পরিচালনা ও সার্বিক তত্বাবধায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা র্নুসরাত ফেরদৌসি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার ডালিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, হিন্দু-বৌদ্দ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার সুলাইমান খান, উপজেলা তথ্য আপা নাহিদা আক্তার, উপজেলা আনসার ভিডিপি টি আই খাদজা ইসলাম প্রমূখ।
প্রদান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধ পরিকর। তাই তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল ক্ষেত্রের মানুষদের সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানিয়ে বলেন স্বাধীনতা সংগ্রামে নারীদের ভুমিকা ছিল অপরিসীম। তাই সমাজকে এগিয়ে নিতে হলে প্রত্যেক নারীদের প্রতিযোগীতা মূলক আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলেই আমাদের সমাজে উন্নতি করা সম্ভব হবে।
Leave a Reply