শনিবার (০৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল্য সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামার খালী পয়েন্টে পুলিশ বাঁধা দিলে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মন্নাজ্জিার হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ধর্ম বিষয়ক সম্পাদক অশেক তালুকদার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, মোস্তাক আহমদ, শাহজাহান মিয়া, ফরমান উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, শামীম পাশা রীগেন, মইনুল ইসলাম, লুৎফুর রহমান, তানভির আহমদ, আবুল কালাম ইমন, মাহমুদুল হাসান মিলন, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক অ্যাড.আহাদ জুয়েল, দপ্তর সম্পাদক এ এস রিপন, সাহিত্য সম্পাদক মশিউর রহমান রাসেল, আপ্যায়ন সম্পাদক আনোয়ার হোসেন জনি, ফখরুল ইসলাম, মামুনুর রশিদ, শাহিন মেম্বার, হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবেদীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো.রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দিন দিন বাংলাদেশে হত্যা গুম বেড়েই চলেছে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই, তারা স্বাধীন ভাবে বাংলাদেশে বসবাস করতে পারছে না।
বক্তারা আরো বলেন,লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা সুষ্ঠু তদন্ত করে যদি আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।
Leave a Reply