-
- জাতীয়
- সড়ক দুর্ঘটনায় মানসিক রোগী ওয়াহিদ আর নেই
- আপডেট টাইম : May, 23, 2024, 3:50 pm
- 53 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে রাত কিংবা দিন যার বিচরণ ছিল,সেই মানসিক রোগী আব্দুল ওয়াহিদ(৪৫) আর নেই। সড়ক দুর্গটনায় তার অকাল মৃত্যু হয়েছে। তার বাড়ী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত ১ টার পর মানসিক রোগী আব্দুল ওয়াহিদ ইনাতগঞ্জ বাজার থেকে পায়ে হেটে জগন্নাথপুর – আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন।
এ সময় ইনাতগঞ্জ বাজারের পার্শ্ববর্তী মা ফাতেমা মাদ্রাসার নিকটে পৌছলে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
ওয়াহিদকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে লোকজন ইনাতগঞ্জ বাজার চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক দেখে স্থানীয় লোকজন টাকা সংগ্রহ করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে ভর্তি করার ঘন্টা খানেক পর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল ওয়াহিদের মৃত্যু হয়।
ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে আসলে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply