হবিগঞ্জের এমপি মিলাদ গাজী প্রচেষ্টায় সাটিয়াজুরি রেলষ্টেশনটি আধুনিক ও মডেল ষ্টেশন উন্নিত হচ্ছে

উত্তম কুমার পাল
হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর একান্ত প্রচেষ্টায় ঢাকা-সিলেট সড়কের হবিগঞ্জের সাটিয়াজুড়ি রেল স্টেশনটি সরকারীভাবে আধুনিক মডেল ষ্টেশনে উন্নিত করা হচ্ছে। এ মর্মে রেলপথ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য রেলওয়ের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। সরকারের রেলপথ মন্ত্রনালয়ের সিনিয়র সহকরী সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী স্বাক্ষরিত এক পত্রে  গত ৭ ফেব্রয়ারী এ নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য এ ষ্টেশনকে আধুনিক ষ্টেশনে রুপান্তর করার জন্য চলতি বছরের ৪ জানুয়ারী হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ প্রদান করা হয়েছে বলে সুত্রে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা