হবিগঞ্জের তিন বাংলাদেশি ত্রিপুরায় গরু পাচারের অভিযোগে হত্যা

এসটিভি ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় তিনজন বাংলাদেশিকে হত্যার ঘটনায় স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের পন্ডিত মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের সজল মিয়া (২০)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন জানিয়েছে, তারা সীমান্তের শূন্যলাইন থেকে ৪–৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে থাকা কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, গরু পাচারের উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন। স্থানীয়রা তাদের চোর সন্দেহে মারধর করে এবং তীর চালিয়ে হত্যা করেছে।

বিজিবি ও বিএসএফ এই ঘটনায় পতাকা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান জানিয়েছেন, লাশের ছবি দেখে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ৫৫ বিজিবির ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক চলছে এবং বিস্তারিত পরে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা