-
- জাতীয়
- হবিগঞ্জের নবীগঞ্জে কবরস্থান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
- আপডেট টাইম : August, 3, 2020, 6:02 pm
- 318 বার
বুলবুল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল ও বনগাঁও গ্রামে কবরস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে স্থানীয় একটি কবরস্থান দখল নিয়ে উপজেলার পারকুল গ্রামের মৃত আব্দুল্লা মিয়ার পুত্র নানু মিয়া ও বনগাঁও গ্রামের মৃত রেখাত উল্লার পুত্র সাদ্দক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।এর জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় নানু মিয়া ও তার ভাই মতিন মিয়া, নানু মিয়ার পুত্র সাদিক মিয়া, বনগাঁও গ্রামের মৃত উস্থার উল্লার পুত্র সজলু মিয়া, মৃত আব্দুর রহিমের পুত্র ফুরুক মিয়াকে নবীগঞ্জ হাসপাতালে ও মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান এর সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
উভয় পক্ষকে ভালো চিকিৎসা নেওয়ার পরামর্শ করেছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply