নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিম) এর পক্ষ থেকে নবীগঞ্জের বেদে সম্প্রদায়সহ শতাধিক সুবিধা-বঞ্চিত অসহায় লোকজনের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা উপস্থিত হয়ে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, ওসি (অপারেশন) নুরুল ইসলাম ভূইয়া, সেকেন্ড অফিসার এস আই শামসুল ইসলাম প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, সাংবাদিক মতিউর রহমান মুন্না, আলী হাসান লিটন, ছনি চৌধুরী, গোলাম আম্বীয়া কাশেম প্রমূখ।
উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক সুবিধা-বঞ্চিতদের প্রত্যককে চাল, চিনি, পেয়াজ, তেল, সাবান, দুধ, সেমাইসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়।
Leave a Reply