হবিগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ।। ১০লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের পোদ্দার বাড়ীতে ১৯ জুলাই রবিবার গভীর রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অভিযান পরিচালনা করা হয়৷ এসময় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে টমটমের ব্যাটারী অবৈধভাবে চার্জ করে অবৈধ বানিজ্যের অপরাধে দু’টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দু’টি গ্যারেজের মালিককে যথাক্রমে ৮ লক্ষ ৮হাজার ৯শত ৩৭ টাকা ও ১লক্ষ ৯২হাজার ৫৩২টাকা সহ মোট ১০লক্ষ ১হাজার ১শত ৬৯ টাকার ক্ষতিপূরণ মামলা পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে দায়ের করা হয়৷ উক্ত অভিযান পরিচালনা করেন,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ৷ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান৷ এসময় অভিযানে অংশ গ্রহন করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন৷ উল্লেখ্যঃ হবিগঞ্জের পোদ্দার বাড়ী পয়েন্ট ও তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুটি’ গ্যারেজের অসাধু মালিকগন দীর্ঘ দিন যাবৎ লুকোচুরি করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে টমটমের ব্যাটারী অবৈধভাবে চার্জ সহ বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন,গোপন সূত্রে খবর পেয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হবিগঞ্জ এই অভিযান পরিচালনা করে উল্লেখিত দুটি গ্যারেজের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষতিপূরণ দাবী করে উক্ত মামলা দায়ের করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা