হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর খোয়াই নদীর চর থেকে লন্ড্রী ব্যবসায়ী কৃষ্ণ শুক্লবৈদ্যের (৩৭) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহ্পতিবার (৩এপ্রিল) সকালে সদর উপজেলার চরহামুয়া এলাকায় খোয়াই নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
হবিগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক জানান, স্থানীয় লোকজন নদীর চরে লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নিহত কৃষ্ণ শুক্লবৈদ্যের ছোট ভাই অরুণ শুক্লবৈদ্য জানান, ১ মে থেকে তার ভাই নিখোঁজ। লাশ উদ্ধারের পর দেখা গেছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে।
নিহত কৃষ্ণ শুক্লবৈদ্য লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের নগেন্দ্র শুক্লবৈদ্যের ছেলে। একই উপজেলার বুল্লা বাজারে তার লন্ড্রী ব্যবসা রয়েছে।
Leave a Reply