হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ১৫ আক্টোবর বিকেলে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এক জরুরি মিটিংয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি নাবেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নার পরিচালনায় এ মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, কোষাধ্যক্ষ শাহরিয়ার আহমেদ শাওন, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন রায়, সদস্য নাজমুল ইসলাম, নীরব তালুকদার, জাফর ইকবাল ও আর এইচ পাবেল। এসময় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা হচ্ছে চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় ঝুঁকি বেশি। মামলা হবে ,হামলা হবে। তাই বলে বিচলিত হওয়ার কারন নেই। সত্যের পথে ভূমিকা রাখতেই হবে। দেশ ও সমাজ গঠনের অংশ হিসাবে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, হবিগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান কর্তৃক মামলা প্রত্যাহারের দাবি জানান। সাম্প্রতি অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর এর ৪ সাংবাদিকের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানি মামলা করেছেন মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন। মামলার আসামীরা হলেন, দৈনিক প্রভাকরের সম্পাদক মো. আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান,বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ সাহাউর রহমান বেলাল। গত ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল ৬) আদালতে ১০ টাকার কোর্ট ফি দিয়ে মামলাটি দায়ের করা হয়।
Leave a Reply