হবিগঞ্জে জাতীয় ছাত্র সমাজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আলোচনা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য শংকর পাল।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আদিবুর রহমান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমনা ময়না, জেলা কৃষক পার্টির সভাপতি মিজবাহ উদ্দিন, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল।
অনুষ্ঠানে সভাপত্বি করেন জাতীয় ছাত্র সমাজ জেলা সভাপতি জুবায়েদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব।

অন্যান্যদের বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ হবিগঞ্জ জেলার সহ-সভাপতি এমএ মতিন চৌধুরী, মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সাগর চৌধুরী, প্রচার সম্পাদক দীপ্ত রায়, অর্থ সম্পাদক রবিন সরকার, ক্রীড়া সম্পাদক গীতম দেব, যুগ্ম ক্রীড়া সম্পাদক শেখ সামছুল হক, পাঠচক্র বিষয়ক সম্পাদক এলআর আফসার প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা শংকর পাল বলেন-জাতীয় ছাত্র সমাজ একটি আদর্শ সংগঠনের নাম। ছাত্র সমাজে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের স্থান নেই। পল্লীবন্ধু এরশাদের নীতি আদর্শ ছাত্র সমাজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই ছাত্র সমাজের পতাকা তলে এসে ছাত্রদের সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।

পরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা