হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে খোয়াই নদী থেকে উদ্ধার অজ্ঞাত মৃত যুবকের পরিচয় মিলেছে। সে ভারতের খোয়াই শহরের পশ্চিম সোনাতলা এলাকার মৃত জ্যোতিষ শীলের ছেলে টিটন শীল (৩৫)। তার পরিচয় নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের আবেদনের প্রেক্ষিতে আজ দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থানে দাফন করা ওই যুবকের মৃতদেহ উত্তোলন করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলীসহ পুলিশ, বিজিবি সদস্যরা উপস্থিত ছিল। বিকেলে জেলার বাল্লা সীমান্ত দিয়ে লাশ হস্তান্তরের কথা রয়েছে।
পুলিশ জানায়, গত ১ জুন হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর কালিগঞ্জ গ্রামের পাশে খোয়াই নদী থেকে অজ্ঞাত যুবক হিসেবে টিটন শীলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মরদেহের প্যান্টের পকেট থেকে ভারতীয় ১০ রুপর একটি নোট ও চাবির ছড়া উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরদিন সকালে মরদেহটি অজ্ঞাত হিসাবে আঞ্জুমানে মুফিদুল ইসলাম শহরের রাজনগর কবরস্থানে দাফন করে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে ভারতের খোয়াই থানা পুলিশ ও বিএসএফ মৃতদেহটি ভারতীয় বাসিন্দার বলে দাবি করে। তাদের দাবি, গত ২৯ মে খোয়াই নদী পারাপারের সময় পানির স্রোতে ভেসে যায় টিটন শীল। হবিগঞ্জে উদ্ধার হওয়া মৃতদেহটি তাঁর। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে টিটন শীলের মৃতদেহ ভারতের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আজ দুপুরে তাঁর মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
Leave a Reply