হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪৫ লিটার দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ::হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টা ২০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৪৫ লিটার দেশীয় মদসহ গ্রেফতারকৃত ব্যক্তির নাম সুনীল রবিদাশ (৪৬)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহানগর গ্রামের বাসিন্দা এবং মঙ্গল রবিদাশের পুত্র।
সেনাবাহিনীর সূত্র জানায়, বিএ-১২৬৫৬ লে. রোমান (৬ বীর)–এর নেতৃত্বে বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন ৬ বীর আর্মি ক্যাম্প থেকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন সহযোগী মাদক ব্যবসায়ী নদীপথে সাঁতার কেটে পালিয়ে যেতে সক্ষম হয়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক ব্যবসা চলমান থাকায় এলাকার যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি সুনীল রবিদাশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তহিদুল–এর কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এমন অভিযানে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা