হবিগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম বার এর নির্দেশে অবৈধ ও লাইন্সেসবিহীন ১হাজার ৯২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত পুলিশ জেলার ৯টি থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ হাজার যানবাহন আটক করে কাগজপত্র যাচাই-বাছাই করে বাস, মোটর সাইকেল, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সাসহ ১ হাজার ৯২ পরিবহন ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এছাড়া পুলিশ ১৭২টি পরিবহন আটক করেছে।
অভিযান পরিচালনাকালে মোটর সাইকেল চালকদের মাথায় হেমলেট ব্যবহার করাসহ ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানায় পুলিশ। এছাড়াও অন্যান্য পরিবহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
ডিআইও-১ মাহবুবুল আলম জানান, ১সপ্তাহে অভিযানে ১হাজার ৯২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৭২টি পরিবহনকে আটক করা হয়েছে। মামলা দায়েরকৃত ও আটককৃত পরিবহন মধ্যে বাস, ট্রাক, সিএনজি অটো রিক্সা, মোটর সাইকেল, ইমাসহ অন্যান্য পরিবহনও রয়েছে।
এদিকে শনিবার ১সপ্তাহ অভিযান শেষ হওয়ার আরো ৩দিন জেলার বিভিন্ন অভিযান পরিচালনা করবে পুলিশ।
Leave a Reply