হবিগঞ্জে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ভোট গ্রহন 

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা সকাল থেকে ভোট দিচ্ছেন। সকালে ভোটাদের উপস্থিতি কম থাকলেও বেলা ভাড়ার সাথে সাথে কেন্দ্রগুলো ভোটারদের উপস্থিতি ও বাড়ছে। ৩টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৫ প্রার্থী নির্বাচনে লড়ছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত ইঞ্জিনিয়ার জয় কুমার দাস (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী (আনারস), হবিগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা ব্রিকস্ ফিল্ড মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার চৌধুরী (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী এসএম লুৎফুর রহমান কাশেম (চশমা) ও রোটারিয়ান মোহাম্মদ সেকুল ইসলাম সর্দার (ঘোড়া)।
চুনারুঘাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রইছ উল্লাহ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী রোমান (আনারস), শ্রমিক লীগ নেতা কাউছার আহমেদ (ঘোড়া, শেখ মোঃ আব্দুল মান্নান (মোটরসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নুর উদ্দিন সুমন (চশমা)।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শামছু মিয়া (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফকির কাউছার (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহামন (আনারস), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন (ঘোড়া), মোস্তাক আহমেদ খান হেলাল (চশমা) ও নেপাল চন্দ্র দাস (সিএনজি অটোরিক্সা)। প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এদিকে শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, ১০জন পুলিশ ও ১৪জন আনসার ভিডিপি দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৩টি ইউনিয়নের ২জন করে ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন করে ৩জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের স্টাইকিং ফোর্স, ২প্লাটুন বিজিবি’র সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ৩টি ইউনিয়নের মোট ভোটার ৪০ হাজার ১১০ জন। এর মধ্যে বানিয়াচঙ্গ উপজেলা সুবিদপুর ইউনিয়নে ১০হাজার ৯৪৩জন। এ ইউনিয়নে কেন্দ্র ১০টি। চুনারুঘাট সদর ইউনিয়নে ১৪হাজার ৯৭৮ ভোট। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ১৪হাজার ১৮৯জন ভোটার রয়েছেন। এ ইউনিয়নে ভোট কেন্দ্র ৯টি। সকালে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্য (বিপিএম-পিপিএম সেবা)। এ সময় তিনি বলেন-শান্তিপূর্ণ নির্বাচনের ভোট গ্রহন চলছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স সার্বক্ষণিক নির্বাচনে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, চুনারুঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান ও মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ওই ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন ।
এ ছাড়াও হবিগঞ্জ জেলার ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকেই ওয়ার্ডগুলো ভোট গ্রহন চলছে। এর মধ্যে বানিয়াচং উপজেলা ৪নং ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হচ্ছে। ওয়ার্ডগুলো হলো- বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড, সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড, আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড।
বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সেলিম আহমেদ (তালা), কামাল মির্জা (টিউবওয়েল), এংরাজ মিয়া (ফুটবল) ও শেখ মোঃ এবাদত মিয়া (মোরগ)। বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মরহুম ময়না মিয়া মেম্বারের ছেলে বাবুল মিয়া (টিউবওয়েল), আজমল মিয়া (মোরগ), জামাল মিয়া (ঘুড়ি), হামদু মিয়া (তালা) ও মহসিন মিয়া (ফুটবল)।
আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড (১, ২, ৩) এর মহিলা মেম্বার পদে উপনির্বাচন ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । তারা হলেন- মোছাঃ ফরিদা বেগম (মাইক), মোছাঃ রাশেদা বেগম (বই) ও মোছাঃ সেলিমা বেগম (বক পাখি)। লাখাই’র বুল্লা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড (৭, ৮, ৯) এর উপনির্বাচনে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মোছাঃ জাহানারা বেগম (হেলিকাপ্টার) ও মোছাঃ মনোয়ারা খাতুন (মাইক)। ওয়ার্ডগুলোর মেম্বারগণ মারা যাওয়ার কারণে ওই ওয়ার্ডগুলোতে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ

হবিগঞ্জ প্রতিনিধি
২৫.০৭.১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা