-
- জাতীয়
- হবিগঞ্জ জেলা আ: লীগের সম্পাদকের মাতার নামাজে জানাজা সম্পন্ন
- আপডেট টাইম : July, 6, 2023, 10:29 pm
- 104 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর মাতা আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরী আমেরিকার নিউইয়র্কে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকালা বৃহস্পতিবার সকালে মরহুমার সন্তানরা লাশ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেন। দুপুরে হবিগঞ্জ আসার পর প্রথম জানাজা- বাদ আসর হবিগঞ্জ চাঁন মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় জানাজা- বাদ মাগরিব নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার করগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন,সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু,মরহুমার পুত্র হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, তার অপর দুই ভাই শওকত চৌধুরী, আবু সাঈদ কুটি,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম,হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল
ইসলাম,কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দু মুকিত,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক বুলবুল চৌধুরী, সাবেক পৌর মেয়র এডভোকেট তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,রিজভী আহমেদ খালেদ,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, আক্তার হোসেন ছুবা,
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রমূখ। এছাড়াও জনপ্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রণি পেশার মানুষ বৃষ্টি উপেক্ষা করে নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন। এ সময় সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলসহ হিন্দু ধমালম্বী লোকজন উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply