-
- জাতীয়
- হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নব- নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচছা জানায় বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখা
- আপডেট টাইম : December, 14, 2021, 2:55 am
- 227 বার
- স্টাফ রিপোর্টারঃ– হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতিকে বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখা ফুলেল শুভেচছা জানান। চলতি মাসের ৪ তারিখ শনিবার হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র- ২২৮৯/০৩ইং এর অন্তর্ভুক্ত নবীগঞ্জ আঞ্চলিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে আনারস মার্কা নিয়ে সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনি। এ নিবার্চনকে ঘীরে ট্রাক শ্রমিক ও মালিকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষনীয় ছিল। উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন হাট বাজারে ব্যানার পোস্টার সহ যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নির্বাচনী আমেজ বিরাজ করছিল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪ ডিসেম্বর ব্যালেট পেপারের মাধ্যমে ভোটারদের বিপুল ভোটে নব- নির্বাচিত সভাপতি মোঃ লিটন মিয়া নির্বাচিত হন। এতে বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার
পক্ষ থেকে সম্মাননা স্বারক ও ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
সোমবার বাদ আছর নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি হীরাগঞ্জ পূর্ব বাজারস্থ নব- নির্বাচিত সভাপতির কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখা সদস্য সচিব ক্বারী আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ক্বারী আব্দুল কাইয়ুম সহ আরো অনেকেই। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখা সিনিয়র সদস্য মোঃ ইমরানুর রহমান, মাইনজার সিকদার, সৈয়দ জুনার আলী, শেখ জসিম উদ্দিন সহ আরো অনেক উপস্থিত ছিলেন। সম্মাননাকারী নব- নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার কোষাদক্ষ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply