স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নয়া কমিটি গঠন করা হয়েছে। সমঝোতার মাধ্যমে চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সহকারি নির্বাচন কমিশনার এমএ মজিদ। এর আগে সংগঠনের সভাপতি প্রদীপ দাশ সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছানু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, আলমগীর খান, রাশেদ আহমদ খান, সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, আবুল ছালেহ নূরুজ্জামান চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, শরীফ চৌধুরী, মোহাম্মদ নূর উদ্দিন, মোশাহিদ আলম, আব্দুর রউফ সেলিম, ইলয়াস আলী মাসুক প্রমূখ। উল্লেখ্য, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ২০১৯-২০২০ সালের জন্য কমিটি গঠন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এ অবস্থায় প্রেক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান বিষয়টি সমঝোতার লক্ষ্যে একটি উদ্যোগ নেন। এতে প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের সাথে পরামর্শক্রমে মো. ফজলুর রহমান সমঝোতার মাধ্যমে ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ সালের জন্য পৃথক দু’টি কমিটি গঠনের প্রস্তাব দেন। প্রার্থীরাও তাতে সম্মতি দেন। এর প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে শনিবার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সভায় তা অনুমোদন করা হয়।
Leave a Reply