হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল।। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর গার্ড অব অনার

ষ্টাফ রিপোর্টার::হবিগঞ্জ সদর উপজেলার সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক স্থানীয় সুলতান মামুদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল শহীদ (৮৩) ইন্তেকাল করেছেন।(ইন্না-লিল্লাহ.. রাজিউন)।
জানাযায়,বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। গত রবিবার ভোরে তিনি নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছেলে সন্তান,নাতি নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
গত সোমবার দুপুরে পৃথকভাবে হবিগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী একটি চৌকসদল রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জাতির এ শ্রেষ্ট সন্তানের প্রতি সম্মান জানান।
পরে নামাজে জানাজা শেষে  গ্রাম্য কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা