ষ্টাফ রিপোটার::আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সদস্য হলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক আশাহীদ আলী আশা ,
মোহাম্মদ সাঈদুল হক সাঈদ (সাঈদ শাওন) এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি,সম্পাদক ও প্রকাশক-মানবাধিকার আন্দোলন, এইচআরআরএস টিভি,সদস্য-বাংলা একাডেমি, গীতিকার-বাংলাদেশ টেলিভিশন, এর নিদেশনায় অাশাহীদ অালী আশাকে কেন্দ্রীয় সদস্য হিসাবে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্ড দেন, মোঃ ফয়সাল হাওলাদার
সিনিয়র সহকারী পরিচালক
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি তিনি বলেন মানবাধিকার রক্ষায় মানুষের অধিকার নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে অাইনের মাধ্যমে অামি তার সাফল্য কামনা করছি।
Leave a Reply