সিলেট প্রতিনিধি:: ‘২৫ হাজার টাকায় আসন্ন এসএসসি পরীক্ষার ফলাফলে গোল্ডেন জিপিএ ৫ মিলবে’এমন প্রতিশ্রুতিতে একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিল টাকা। র্যাব-৯ সেই প্রতারক চক্রের একটি দলকে আটক করেছে র্যাব-৯
আজ দুপুরে সিলেট নগরীর মেজরটিলাস্থ র্যাব-৯ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতারক চক্রের তথ্য তুলে ধরেন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ।
তিনি বলেন, মঙ্গলবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বিরাইম পুর এলাকা থেকে প্রশ্ন ফাঁস ও পরীক্ষার ফলাফল জালিয়াতির সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়। এদের সকলের বয়স উনিশের নিচে। তারা এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ও ফলাফল পরিবর্তন করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের ফেইসবুক আইডিতে পাওয়া যায় অনেক পরীক্ষার্থীর সার্টিফিকেট ও মার্কসীটের কপি। এছাড়া তাদের মোবাইলে প্রশ্নপত্র ও নগদ অর্থের আদান প্রদানের প্রমাণ পাওয়া যায়।
তিনি জানান, তারা ফলাফলের ক্ষেত্রে গোল্ডেন জিপিএ ৫ পঁচিশ হাজার টাকা ও জিপিএ ৫ সাড়ে বারো হাজার টাকা নির্ধারণ করে প্রতারণা করছিল।
Leave a Reply