-
- জাতীয়
- ৪০ মন নিষিদ্ধ পলিথিন জব্দ ও ১লক্ষ ১০হাজার টাকা অর্থদন্ড
- আপডেট টাইম : July, 22, 2020, 6:01 pm
- 406 বার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন বিরোধী এক সাড়াশি অভিযানে ৩টি গুদাম ও দোকান থেকে ৪০ মন (১,৫৯৯ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
২২ জুলাই বুধবার দুপুরে এক অভিযানে উক্ত জাল গুলি জব্দ করেন।
অভিযুক্তগণ জানান, ঈদকে সামনে রেখে এসব পলিথিন আমদানি করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এসব নিষিদ্ধ পলিথিনের ৩জন ব্যবসায়ী/আড়তদারকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মো: নাজির হোসেন, সহকারী কমিশনার (ভূমি), গোবিন্দগঞ্জ কর্তৃক পরিচালিত এই মোবাইল কোর্টে সিনিয়র এএসপি মুন্না বিশ্বাস, কমান্ডার, সিপিসি-৩, র্যাব গাইবান্ধাসহ তার টিম এবং মিহির লাল সরদার, সহকারী পরিচালক, পরিবেশ অধিদিপ্তর, রংপুর বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply