রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামীলীগ।
বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ–সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ–সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নয়ন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা, যুগ্ন–আহব্বায়ক এস এম ফারুক সরকার প্রমুখ।
সভায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ।
Leave a Reply