নবীন, নোয়াখালী প্রতিনিধি:: বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী কাল ১০ই ডিসেম্বর উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার নিয়ে ১৪৬টি কেন্দ্রে মোট ভোটার ৪,১৬.২৩৪ জন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাধিকার প্রযোগ করবে। এ নিবার্চনে মোট চার জন প্রতিদ্বদ্বিতা করছে।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী শাহনাজ বেগম নাজু নৌকা প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, ধানের শীর্ষ প্রতীক, জাসদ (রব) মফিজুর রহমান মশাল প্রতীক ও জোয়ার হোসেন আনারস প্রতীক।
জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, বিজিবি, লৌৌর্যাব ,পলিশ ও আনসার সহ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে প্রশানের পক্ষ থেকে মালামাল নিয়ে কেন্দ্র পৌছে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপক্ষ নিবার্চন জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply