ডজন খানেক ডাকাতি মামলার আসামী লুলু মিয়া ওরফে সেলিম গ্রেফতার

জাবেদ তালূকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে::

ডজন খানেক ডাকাতি মামলার আসামি ও ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আন্তঃজেলা ডাকাতদলের সদস্য লুলু মিয়া ওরফে সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত লুলু মিয়া ওরফে সেলিম উপজেলার বনগাঁও এলাকার মৃত ছান্দ উল্লাহর ছেলে। গত ১০ জুন (বৃহস্পতিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত লুলু মিয়ার নিজ বাড়িতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল ও নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন একদল পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গেফতারকৃত লুলু মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭ টি থানায় ডাকাতির মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন- সে একজন দুধর্ষ ডাকাত তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনের উপড় মামলা রয়েছে এবং সে ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা