-
- জাতীয়
- আপডেট টাইম : April, 16, 2022, 10:13 pm
- 163 বার
ডেস্ক রিপোর্ট :: পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ১৬ এপ্রিল শনিবার হবিগঞ্জ-১ (নবীগঞ্জ -বাহুবল) সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র উদ্যোগে নিজ বাসভবনে বাহুবল উপজেলার উপজেলা ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, হবিগঞ্জ জেলা তাতীলীগের সভাপতি ও পুটিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা আওয়ামী লীগের সদস্য আয়াত আলী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন লিয়াকত, সহ-সভাপতি আঃ জলিল, লামাতাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মোহিত চৌধুরী, সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল গাফফার মিলাদ, যুগ্ম আহবায়ক এম রশিদ আহমদ, সদস্য, হুমায়ুন রশীদ জাবেদ, সুজন আহমেদ লিয়াকত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, বাহুবল সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, ডাঃ হারুনুর রশীদ, ছাত্রলীগ নেতা সুজন আকঞ্জি, শাওন আহমেদ, ফয়সল আহমেদ সহ বাহুবল উপজেলার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply