নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :সবার মাঝে ঐক্য করি,নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ব্রাক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার, নবীগঞ্জ শাখা ব্রাকের কর্মকর্তা নার্গিস আক্তার,এসআই নাইম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ করেন।
Leave a Reply